ধামরাইয়ে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত

0

ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছে আরো ২ জন। বৃহস্পতিবার রাত আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ফায়ার সার্ভিস জানান, গাজীপুরের কোনাবাড়ি থেকে মানিকগঞ্জ যাওয়ার সময় ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ডে দুই আরোহীসহ মোটরসাইকেলটি পৌছালে নবীনগরের দিকে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই একজনের মৃত্যূ হয়। গুরুত্বর আহত অবস্থায় তিনজনকে ফায়ার সার্ভিসের কর্মীরা ধামরাই উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসাধিীন অবস্থায় কোনাবাড়ি এলাকার রনি নামের আরেকজন মারা যায়।

Share.

Comments are closed.