ধুমপান নিষিদ্ধ আইন থাকলেও বাস্তবে তার কোন প্রয়োগ নেই

0

ধুমপান নিষিদ্ধ আইন থাকলেও বাস্তবে তার কোন প্রয়োগ নেই বলে মন্তব্য করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, ধুলাবালি, বায়ুদুষণ ও ধুমপানের কারণে মানবদেহের ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়ে ক্যান্সার রোগে আক্রান্ত হচ্ছে।

শনিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফুসফুস দিবস উপলক্ষে আয়োজিত গোল টেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আয়োজিত বৈঠকে ফুসফুস বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, মানবদেহের গুরুত্বপূর্ণ অংশ ফুসফুস। মানুষকে মৃত্যুর ঝুকিঁ ও ক্যান্সারসহ নানা জটিল রোগ থেকে বাঁচতে হলে সচেতনতার বিকল্প নেই। যানবাহন ও কলকারখানার কালো ধোঁয়ায় বায়ুদূষণে ফুসফুসের ক্ষতি হচ্ছে। এছাড়াও ধুলাবালি, কেমিক্যাল, বায়ুদুষণ ও ধুমপানসহ ১০টি ক্ষতিকারক বস্তু থেকে সবাইকে বিরত থাকার আহ্বা্ন জানান চিকিৎসকরা।

Share.

Comments are closed.