নওগাঁর ভারত সীমান্ত থেকে গত ৩ বছরে ১৪ ও ১৬ বিজিবি ব্যাটালিয়নের জব্দ করা প্রায় ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নওগাঁর পত্নীতলা উপজেলার ১৪ বিজিবি ব্যাটালিয়ন চত্বরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
এগুলোর মধ্যে ছিল ভারতীয় মদ, ফেনিসিডিল, নেশাজাতীয় সিরাপ ও ইনজেকশন, গাঁজা, নিষিদ্ধ ট্যাবলেট, ইয়াবা, হিরোইন ও পাতার বিড়ি। এ সময় উপস্থিত ছিলেন আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান, রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল আনোয়ার লতিফ, নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, পুলিশ সুপার রাশেদুল হক।