নতুন করে বেড়েছে মোটা চালসহ প্রায় সব ধরনের চালের দাম। মোটা চালে কেজিপ্রতি বেড়েছে অন্তত ২ টাকা। অন্যদিকে কমেছে ব্রয়লার মুরগি ও ডিমের দাম। কিছুটা স্বস্তি সবজির বাজারে। তেল, চিনি, আটা, ডালসহ নিত্যপ্রয়োজীয় অনেক পণ্যের দামই রয়েছে আগের মতো। অপরিবর্তিত রয়েছে খাসি-গরুর মাংসসহ বেশির ভাগ মাছের দাম।
এক সপ্তাহের ব্যবধানে নতুন করে বস্তাপ্রতি চালের দাম বেড়েছে ১০০ থেকে ১৫০ টাকা । বিক্রেতাদের অভিযোড়, বড় কোম্পানিগুলোর কারণেই বাড়ছে চালের দাম। তেল, চিনি, আটা, ডাল ও অন্যান্য মুদি উপকরণের দাম আগের মতোই রয়েছে। কমেছে ব্রয়লার মুরগি ও ডিমের দাম। তবে শীত মৌসমে এখন বাজার ভরা সবজি। তাই দামও কম খানিকটা। মাংস ও অধিকাংশ মাছের দাম অপরিবর্তিত থাকলেও কেজিতে ইলিশের বেড়েছে ১০০টাকা। বাড়তি রয়েছে দেশি প্রজাতির মাছের দামও। নিত্যপণ্যের দাম উঠা নামায় বাজার স্থির বা অস্থির যাই হোক। নিম্ন আয়ের মানুষের ক্ষোভ আর হতাশা এখন প্রকাশ্যেই।