নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ায় জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমানের সমর্থন ও অর্থায়নের প্রমাণ পেয়েছে পুলিশ। তার সমর্থনেই ছেলে ডা. রাফাত নতুন ওই জঙ্গি সংগঠনে জড়ান। শনিবার দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।
বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তিকে এদেশ থেকে বিতারিত করতে প্রয়োজনে মুক্তিযোদ্ধারা আবারও মাঠে নামবে। মুক্তিযোদ্ধারা দেশের পতাকা যে তরুন প্রজন্মের হাতে তুলে দিয়েছেন, সেই তরুন প্রজন্মকেই মুক্তিযোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার আহবান জানান তারা। অনুষ্ঠান শেষে ডিএমপি কমিশনার গণমাধ্যমকে জানান, ৭১-এর পরাজিত শক্তি বিভিন্ন সময়, বিভিন্ন ফর্মে জঙ্গিবাদ বিস্তারের চেষ্টার ধারাবাহিকতায় বর্তমান জামায়াতে ইসলামীর আমিরের ছেলে জঙ্গিবাদে জড়িত হন। সাংবাদিকদের তিনি বলেন, জামায়াতের বর্তমান আমিরের ছেলে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ায় যোগ দিলে তার বাবা জেনেশুনে বিষয়টিকে শুধু সমর্থনই নয়, এ কাজে তাকে অর্থায়নও করেন। তার অর্থ সাহায্যেই ছেলে অন্যদের সংগঠিত করছিল। জামায়াতের অন্য কোনো নেতার সংশ্লিষ্টতা পাওয়া গেছে কি না জানতে চাইলে কমিশনার আরও বেশ কিছু তথ্য পাওয়ার কথা জানিয়ে বলেন, অভিযান চলছে।