নতুন নামে দলের নিবন্ধন পেতে জামায়াতে ইসলামী আবেদন করেছে বলে যে গুঞ্জন উঠেছে সে বিষয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, তিনি এ বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত দেখার অপেক্ষায় রয়েছেন। বৃহস্পতিবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এছাড়া মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীর বিচারের জন্য আইন সংশোধনের উদ্যোগ সংসদের আগামী অধিবেশনে তোলা হবে বলেও এ সময় জানান মন্ত্রী।
গত বুধবার নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বিডিপি নামে নতুন যে দলটি আবেদন করেছে, সেই দলের নেতারা সবাই জামায়াত–শিবিরের বলে গুঞ্জন উঠেছে এরই মধ্যে। বৃহস্পতিবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নবীন সাবরেজিস্ট্রারদের পেশাগত দক্ষতা শুদ্ধাচার প্রশিক্ষন কর্মশালার বিষয়ক অনুষ্ঠান শেষে এ বিষয়ে আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা। এ প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশন কী সিদ্ধান্ত নেয়, আপাতত সেই অপেক্ষায় থাকা।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আগামী জাতীয় নির্বাচনের আগে খালেদা জিয়াকে কারাগারে ফেরত পাঠানোর সম্ভাবনা নেই। এর আগে সাব-রেজিস্ট্রারদের উদ্দেশ্যে আইনমন্ত্রী বলেন, জনগণকে কোনো ধরনের হয়রানি না করে দ্রুততম সময়ে সর্বোত্তম সেবা প্রদান করতে এবং জাল-জালিয়াতি রোধে সর্বদা সচেষ্ট থাকতে হবে।