ঈদ সামনে রেখে লগ্নি করা নতুন পুঁজির সব পুড়ে ছাই হয়ে যাওয়ায় স্তব্ধ ব্যবসায়িরা। পুড়ে গেছে বঙ্গবাজারের পাঁচ হাজার দোকানের প্রায় সবই। ভয়াবহ এ দুর্ঘটনায় অন্তত দুই হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ঈদকে সামনে রেখে কোটি কোটি টাকার মালামাল তুলেছিলেন একেকজন। কিন্তু এক নিমিষেই যেন সব শেষ। মুহূর্তের মধ্যে সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে মার্কেটের পাশে ফুটপাতে দাঁড়িয়ে হতবাক তাকিয়ে দেখা ছাড়া কিছুই যেন করার ছিলো না তাদের। একই সঙ্গে ঈদের আগে বেকার হয়ে পড়ার এবং বেতন না পাওয়ার শঙ্কা দেখা দিয়েছে মার্কেটটিতে কাজ করা অর্ধ লাখ কর্মচারীর। আগুনে প্রায় পাঁচ হাজার দোকানের ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানান ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী। রমজানের ঈদকেন্দ্রিক ব্যবসায় ক্ষতি পুষিয়ে দিতে এই মুহুর্তে থোক বরাদ্দ হিসেবে সাতশ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।