নাইকো দুর্নীতি মামলাযঃ হাইকোর্ট বেঞ্চে খালেদা জিয়ার আবেদনটি শুনানির জন্য দাখিল

0

নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদনের শুনানির জন্য হাইকোর্টের বেঞ্চ নির্ধারণ করা হয়েছে। রোববার সকালে দুদক আইনজীবী মো. খুরশীদ আলম খান এ তথ্য নিশ্চিত করেন।

খুরশীদ আলম খান জানান, বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনটি শুনানির জন্য দাখিল করা হয়। এরআগে গত ১৯ মার্চ নাইকো দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক শেখ হাফিজুর রহমান এ আদেশ দেন। এরপর গত ১৭ মে এই মামলায় অভিযোগ গঠনরে আদশে বাতিল চেয়ে খালেদা জিয়া হাইর্কোটে আবেদন জানিয়েছিলেন। ২০০৮ সালের ৫ মে এ মামলায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক। এতে আসামিদের বিরুদ্ধে প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার রাষ্ট্রীয় আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়।

Share.

Comments are closed.