নানান কুটক্তি আর প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে নিজের মনোবল ও পরিবারের অনুপ্রেরণায় সামনে এগিয়ে যেতে চান দেশের অন্যতম নারী ক্রিকেটার সুমাইয়া আক্তার। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য আইসিসি অনুর্ধ্ব ১৯ নারী বিশ্বকাপ ক্রিকেটে সুযোগ পেয়েছেন ময়মনসিংহের মেয়ে সুমাইয়া। এলাকা জুড়ে এখন আনন্দের জোয়ার।
ময়মনসিংহ সদর উপজেলার চর ঈশ্বরদিয়ার মেয়ে সুমাইয়া আক্তার। ছোট বেলা থেকেই নেশা ছিলো ক্রিকেটের প্রতি। ২০১৭ সালে বিকেএসপি আয়োজিত তৃণমূল পর্যায়ে নারী ক্রিকেটার অন্বেষণে নির্বাচিত হয় সুমাইয়া। পরবর্তীতে দু’দফা ক্রিকেটের ওপর মাঠ পর্যায়ে প্রশিক্ষণের পর ঐ প্রতিষ্ঠানিই ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়ার সুযোগ পায় সে। অবশেষে বিসিবি ঘোষিত টি—২০ বিশ্বকাপের ১৫ সদস্যের তালিকায় সুমাইয়ার নাম। মেয়ে ক্রিকেট খেলার কারনে যেখানে নানান কুটক্তি শুনতে হত সুমাইয়াকে, সেখানে এখন আনন্দের জোয়ার। বিশ্বকাপে ভালো কিছু করবে বলে বিশ্বাস প্রশিক্ষকদের। আগামী ১৪ জানুয়ারি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে।