আওয়ামী লীগ সরকারের নেয়া নানা পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ সশস্ত্রবাহিনী আধুনিক বাহিনীতে পরিণত হচ্ছে বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার মিরপুর সেনানিবাসে সামরিক বাহিনী কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এ মন্তব্য করে তিনি।
ঢাকা সেনানিবাসের সামরিক বাহিনী কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে চলতি বছরের গ্রাজুয়েশন কোর্স শেষ করা শিক্ষার্থীদের সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় সেনানিবাসের শেখ হাসিনা কমপ্লেক্সে। এবছর ২১টি দেশের ৪৬জন সামরিক কর্মকর্তাসহ মোট ২৫০ জন সামরিক কর্মকর্তা গ্র্যাজুয়েশন কোর্স শেষ করেছেন। তাদের হাতে সনদ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী। এসময় বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, কোর্স শেষ করা চৌকষ সদস্যরা কর্মক্ষেত্রে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে দেশের কল্যাণ বয়ে আনবেন তেমনটাই প্রত্যাশা করেন তিনি। জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে তার সরকারের জিরো টলারেন্স নীতির কথা জানিয়ে সরকার প্রধানমন্ত্রী বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের ভূমিকা রাখার আহ্বান জানান। দেশের রিজার্ভ ও ব্যাংকের গচ্ছিত টাকা নিয়ে একটি মহল গুজব ছড়াচ্ছে জানিয়ে তাদের কথায় দেশবাসীকে কান না দেবার আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।