নারায়ণগঞ্জ বন্দরের নবীগঞ্জ খেয়াঘাট থেকে শীতলক্ষ্যা নদী পার হওয়ার সময় ইঞ্জিন চালিত নৌকা ডুবে তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১০টায় নবীগঞ্জ খেয়াঘাটে এঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ সদর নৌ-পুলিশের উপ-পরিদর্শক জানান, নবীগঞ্জের মেলা থেকে বাসায় ফেরার সময় ১০/১২জন বন্ধু মিলে একটি ইঞ্জিন চালিত নৌকা দিয়ে নদী পার হয়ে হাজীগঞ্জ ঘাটে আসার পথে নৌকাটি ডুবে যায়। সবাই সাঁতার কেটে তীরে উঠতে পারলেও তিনজন নিখোঁজ থাকে । পরে নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস নদীতে অভিযান চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে।