নারায়ণগঞ্জে সংবাদ প্রকাশের জেরে বাংলা টিভির রূপগঞ্জ প্রতিনিধিকে কুপিয়ে জখম

0

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংবাদ প্রকাশের জের ধরে বাংলা টিভির রূপগঞ্জ প্রতিনিধি সোহেল কিরণকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত পৌনে দশটার দিকে উপজেলার কাঞ্চন বাজারে এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিক কিরনের ছোট ভাই শাহেল মাহমুদ জানান, তারাবির নামায শেষে কাঞ্চন বাজারে চা পান করছিলেন সোহেল কিরন। এসময় সন্ত্রাসী কলি বাহিনীর প্রধান আফজাল তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও সেভেন আপের বোতল ভেঙ্গে আঘাত করে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করান।

Share.

Comments are closed.