নারী এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের শুভসূচনা

0

নারী এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে উড়ন্ত সূচনা করলো বাংলাদেশ। রুমানা, সোহেলিদের স্পিন ভেল্কিতে মাত্র ৮২ রানে অলআউট হয় থাই নারীরা। এরপরের গল্পটা রচনা হয় শামিমা সুলতানার ব্যাটে। তার দারুণ ব্যাটিংয়ে মাত্র ১ উইকেট হারিয়ে লক্ষ্য টপকে যায় বাংলাদেশ।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশি বোলিংয়ের সামনে নাকাল হয় থাইল্যান্ড টপ অর্ডার। ৬১ রানে হারায় ৭ উইকেট। শেষ তিন উইকেটে ১৯ রান যোগ করে, স্কোর বোর্ডে ৮২ রানে তুললেই অলআউট হয় থাইরা। রুমানা নেন ৩ উইকেট। এছাড়া নাহিদা, সানজিদা, সোহেলি নিয়েছেন দুটি করে উইকেট। সহজ টার্গেটে ব্যাট করতে নেমে, তেমন কোনো বেগই পেতে হয়নি বাংলাদেশকে। শামিমা সুলতানা ও ফারজানা হকের ওপেনিং জুটিতেই হয়তো ১০ উইকেটের জয় পেয়ে যাবে, এমনটিই মনে হচ্ছিল এক সময়। ঝড়ো ব্যাটিং করে ম্যাচকে একতরফা বানিয়ে দেন শামিমা। ১ রানের জন্য অর্ধশতক পূর্ণ করা হয়নি তার। ম্যাচ সেরা হয়েছেন ইনিংসে হাঁকিয়েছেন ১০টি বাউন্ডারি। অপর ওপেনার ফারজানা অপরাজিত ছিলেন ২৬ রানে। আর নিগার সুলতানা ছিলেন ১০ রান নিয়ে।

Share.

Comments are closed.