নারী এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে উড়ন্ত সূচনা করলো বাংলাদেশ। রুমানা, সোহেলিদের স্পিন ভেল্কিতে মাত্র ৮২ রানে অলআউট হয় থাই নারীরা। এরপরের গল্পটা রচনা হয় শামিমা সুলতানার ব্যাটে। তার দারুণ ব্যাটিংয়ে মাত্র ১ উইকেট হারিয়ে লক্ষ্য টপকে যায় বাংলাদেশ।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশি বোলিংয়ের সামনে নাকাল হয় থাইল্যান্ড টপ অর্ডার। ৬১ রানে হারায় ৭ উইকেট। শেষ তিন উইকেটে ১৯ রান যোগ করে, স্কোর বোর্ডে ৮২ রানে তুললেই অলআউট হয় থাইরা। রুমানা নেন ৩ উইকেট। এছাড়া নাহিদা, সানজিদা, সোহেলি নিয়েছেন দুটি করে উইকেট। সহজ টার্গেটে ব্যাট করতে নেমে, তেমন কোনো বেগই পেতে হয়নি বাংলাদেশকে। শামিমা সুলতানা ও ফারজানা হকের ওপেনিং জুটিতেই হয়তো ১০ উইকেটের জয় পেয়ে যাবে, এমনটিই মনে হচ্ছিল এক সময়। ঝড়ো ব্যাটিং করে ম্যাচকে একতরফা বানিয়ে দেন শামিমা। ১ রানের জন্য অর্ধশতক পূর্ণ করা হয়নি তার। ম্যাচ সেরা হয়েছেন ইনিংসে হাঁকিয়েছেন ১০টি বাউন্ডারি। অপর ওপেনার ফারজানা অপরাজিত ছিলেন ২৬ রানে। আর নিগার সুলতানা ছিলেন ১০ রান নিয়ে।