নারী এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে ভারত ও শ্রীলঙ্কা

0

নারী এশিয়া কাপের শ্বাসরুদ্ধকর দ্বিতীয় সেমিফাইনালে, পাকিস্তানকে ১ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। তাতে দ্বিতীয় দল হিসেবে আসরের ফাইনাল নিশ্চিত করেছে তারা। এদিকে দিনের প্রথম সেমিফাইনালে থাইল্যান্ডের নারী দলকে ৭৪ রানে হারিয়েছে ভারত।

মন্থর উইকেটে ধারণা ছিলো টস জিতে আগে ব্যাট করবে শ্রীলঙ্কা। কিন্তু ফাইনালে উঠার ম্যাচে, বেশ অবাকই করে তারা। আগে ব্যাট করে ৬ উইকেটে ১২২ রান তোলে লঙ্কান নারীরা। ৩৯ রানে হারায় দুই উইকেট। তৃতীয় উইকেটে হারশিথিতা-নিলাকশি’র ৫০ রানের জুটিতে মাঝারি মানের স্কোর করে তারা। হারশিথিতার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩৫ রান। ফ্লাডলাইটের আলোর নিচে, ১২৩ রানের জবাবে পাকিস্তানের শুরুটা আগ্রাসী স্টাইলে। ৪২ রান করে বিসমা মারুফ বিদায় নিলে কিছুটা ব্যাটিং বিপর্যয়ে পরে পাকিস্তানি কন্যারা। সেখান থেকে আর দাঁড়াতে পারেনি তারা। পুরুষ দলের পর নারীরাও উঠলো এশিয়া কাপের ফাইনালে।

এদিকে, দিনের প্রথম সেমিতে, জয়ের জন্য থাইল্যান্ডের প্রয়োজন ১৪৯ রান। কিন্তু ভারতীয় বোলারদের বোলিং তান্ডবে রীতিমতো টালমাতাল অবস্থা থাইকন্যাদের। নিয়মিত বিরতিতে উইকেট হারানো দলটি থামে ৭৪ রানে। অলআউট না হওয়াটাই থাইদের জন্য সেরা সাফল্য। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে, শেফালি ভর্মার ৪২, জেমিমা রড্রিগসের ২৭ এবং হারমান প্রীতের ৩৬ রানে ভর করে ৬ উইকেটে ১৪৮ রানে ইনিংস শেষ করে ভারত।

Share.

Comments are closed.