কোন্ দুইদল উঠবে নারী এশিয়া কাপের ফাইনালে। উত্তর জানা জাবে বৃহস্পতিবার। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে অপেক্ষাকৃত দূর্বল প্রতিপক্ষ থাইল্যান্ডের মুখোমুখি হবে ভারত। সিলেট ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়। আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবে, পাকিস্তান-শ্রীলঙ্কা’র লড়াই। যেটা শুরু হবে দুপুর দেড়টায়।
২০০৪ সালের নারী এশিয়া কাপের প্রথম আয়োজক। সাথে যোগ করলে বলা যায়, চারবারের রার্নাসআপ, শ্রীলঙ্কার সাফল্য বলতে এইটুকুই। আর এবারের আসরে তাদের ভাগ্য হচ্ছে একমাত্র সহায়। ৬ ম্যাচের মধ্যে যে চারটিতে তাদের জয়, সবগুলো অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের সাথে। হেরেছে ভারত-পাকিস্তানের কাছে। এবার সেই পাকিস্তানের বিপক্ষেই ফাইনালে উঠার পরীক্ষা তাদের। বৃষ্টির কারণে ইনডোরে অনুশীলন করে লঙ্কান নারীরা। ফলে গণমাধ্যমকে এড়িয়ে যায় তারা। অনুশীলন করেনি পাকিস্তানি নারীরাও।
আসরের সবচেয়ে বড় চমক ফাইনালে উঠার মঞ্চে থাইল্যান্ডের টিকে থাকা। মোটা দাগে বলা যায়, বাংলাদেশের কারণেই এমন ভাগ্য থাইকন্যাদের। যদিও এসব নিয়ে ভাবনার কিছু নেই তাদের। কারণ প্রতিপক্ষ ভারত, যারা ছয়বারের চ্যাম্পিয়ন। তাদের বিপক্ষে মাঠে নামাটাই বেশি চ্যালেঞ্জিং। তবে পঁচা শামুকে পা কাটতে চায় না ভারত। তাই অনুশীলনের পুরোটা সময় তাদের ঘাম ঝরানো অনুশীলন। ভারত-থ্যাইল্যান্ড ম্যাচে অপ্রত্যাশিত কিছু না ঘটলে, ফাইনাল খেলবে ভারত। ফোকাসটা পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে।