নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে অঘটনের শিকার পাকিস্তান

0

নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে অঘটনের শিকার হলো পাকিস্তান। থাই মেয়েদের কাছে তাদের হার ৪ উইকেটে। পাকিস্তানের দেওয়া ১১৭ রানের লক্ষ্যে থাইল্যান্ড জয় তুলে নেয় এক বল হাতে রেখে। পাকিস্তানের বিপক্ষে এটিই থাইল্যান্ডের প্রথম জয়। এ জয়ে কপাল খুললো বাংলাদেশ নারী দলের। মালয়েশিয়াকে ৮৮ রানে হারিয়ে তারাও প্রত্যাশিত জয় পেয়েছে।

বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, জয়ের জন্য শেষ ওভারে ১০ রান দরকার ছিলো থাইল্যান্ডের, হাতে ৪ উইকেট। রান তাড়া করতে নেমে থাই নারীদের প্রায় একাই টেনেছেন ওপেনার নাথাকান চানথাম। ৫১ বলে ৬১ রানের ইনিংস খেলেছেন তিনি। অধিনায়ক নারুয়েমল চাইওয়াইয়ের ব্যাট থেকে আসে ১৭ রান। এর আগে, টসে জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে, ১১৬ রান সংগ্রহ করে পাকিস্তান। ওপেনার সিদরা আমিন করেন ৫৬ রান। এছাড়া মুনিবা আলী ১৫ ও নিদা দার ১২ রান করেন।

Share.

Comments are closed.