নিখোঁজের এক সপ্তাহ পর দুই শিশু কন্যাকে উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ| রোববার রাতে নগরীর খুলশী ও চাঁন্দগাও এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
সোমবার দুপুরে নগরীর দামপাড়াস্থ সিএমপি কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, ২৭ মার্চ রাতে খুলশী সেগুনবাগান থেকে নিখোঁজ হয় ৯ বছরের জান্নাত। আর ২৮ মার্চ মায়ের সাথে রাগ করে হালিশহরের বাসা থেকে বেরিয়ে যায় ৮ বছরের মায়েশা। এক ব্যক্তি তাকে রাস্তা থেকে স্থানীয় থানায় দিয়ে আসেন। সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মাহতাবউদ্দিন চৌধুরী বলেন, সন্তানদের প্রতি বাবা মায়ের আরও যত্নবান হওয়া উচিৎ।