নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে

0

বেড়েই চলেছে নিত্যপণ্যের দাম। কোস কোনটির দর বেড়েছে অস্বাভাবিকভাবে। মোড়কজাত পণ্যের দাম বেড়েছে ৪০ থেকে ১০০ ভাগ পর্যন্ত। কিছুতেই স্বস্তি মিলছে নিম্ন ও মধ্যবিত্তের মানুষের মাঝে। শুক্রবার রাজধানীর কারওরান বাজার ঘুরে এমন দৃশ্য ওঠে আসে।

মানুষ যতই নিরুপায় হোক না কেন জীবনধারণের জন্য তাকে নিত্যপণ্য ক্রয় করতেই হবে। শুক্রবার সবজিসহ বিভিন্ন পণ্যের বাজার পর্যালোচনা করলে এমন মন্তব্য আসে ক্রেতাদের কাছ থেকে। সবজির বাজারে গিয়ে দেখা যায় প্রতিটি সবজির দামই প্রকার ভেদে ৫০ টাকা থেকে ১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এদিকে মাছ মুরগি গরুর মাংস ও ডিমের বাজারে একই অবস্থা দেখা যায়। বিশেষ করে জাতীয় মাছ ইলিশের দাম অকাশচুম্বী। আর চাল ডাল ভোজ্য তেল চিনির দাম ও অপ্রত্যাশিত বলে জানান বিক্রেতারা। অন্যদিকে কারখানায় উপাদিত প্রায় প্রতিটি মোড়কজাত পণ্যের দাম দ্বিগুণ। আর ফলের বাজারে সাধারণ মানুষের যেন ঢোকারই কোন জো নেই।

Share.

Comments are closed.