নিন্দনীয় ও অনৈতিক কাজ থেকে বিরত থাকতে শিক্ষকদের প্রতি আহ্বান

0

প্রশ্নফাঁসের মতো নিন্দনীয় ও অনৈতিক কাজ থেকে বিরত থাকতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, কোনো শিক্ষক প্রশ্নফাঁস করলে তার দায় গোটা শিক্ষক সমাজের ওপর বর্তায়। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বিশ্ব শিক্ষক দিবস ৫ অক্টোবর হলেও বাংলাদেশে প্রথমবারের মতো সরকারিভাবে দিনটি উদ্যাপন করা হয় বৃহস্পতিবার। এ উপলক্ষে আলোচনা সভায় শিক্ষকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা এবং মর্যাদা প্রসঙ্গে বলতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষকের কাছ থেকে শুধু প্রত্যাশা করলে হবে না, তাদের প্রত্যাশাও পূরণেওে সরকার আন্তরিক। সাম্প্রতিক সময়ে কিছু শিক্ষার্থীর আত্মহননের প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, হতাশা থেকে তারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। এজন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকদের সচেতন হওয়ার আহবান জানান তিনি। শিক্ষকের সততা, নিষ্ঠা, আন্তরিকতা, সহমর্মিতা ও দৃঢ়চেতা হওয়া ভীষণ জরুরি উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন যে, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে কাউন্সেলিং-এর জন্য প্রশিক্ষিত দুজন করে শিক্ষক থাকবেন।

Share.

Comments are closed.