তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সরকারি নির্দেশ অমান্য করে ১০ ডিসেম্বর নয়াপল্টনে সমাবেশ করলে বিএনপির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। রোববার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সেমিনারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, নয়াপল্টনে সমাবেশের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় বিএনপি। তাদের রাজনৈতিক কর্মসূচিতে সহযোগিতা করতেই সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যানের নাম প্রস্তাব করেছে সরকার। এটি না মেনে তারা যদি নয়াপল্টনেই সমাবেশ করতে চায়, প্রশাসন বনে থাকবে না। সরকার জনগণের জানমালের নিরাপত্তা দিতে বাধ্য মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, জনদুর্ভোগ সৃষ্টি করে কেউ কোন কর্মসূচি পালন করতে চাইলে তার অনুমতি দিতে প্রশাসন বাধ্য নয়। এর আগে “প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪০ সালের পূর্বেই তামাকমুক্ত বাংলাদেশ অর্জনের অঙ্গীকার শীর্ষক সেমিনারে তথ্যমন্ত্রী বলেন, তামাক নিয়ন্ত্রণে কঠোর আইনের প্রয়োজন।