নির্যাতনের কারণে নয়, মস্তিষ্কের রক্তক্ষরণে মারা গেছেন জেসমিন সুলতানা

0

নির্যাতনের কারণে নয়, মস্তিষ্কের রক্তক্ষরণে মারা গেছেন রেব হেফাজতে থাকা জেসমিন সুলতানা। রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. কফিল উদ্দিন এই তথ্য জানিয়েছেন।

রোববার বিকেলে জেসমিনের ময়নাতদন্ত প্রতিবেদন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ডা. কফিল উদ্দিন বলেন, আমরা জেসমিনের শরীরে যে দুটো যখম পেয়েছি যা মৃত্যুর জন্য যথেষ্ট নয়। মানসিক চাপ কন্ট্রোল করতে না পারার কারণে মস্তিস্কের রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হয়েছে।

Share.

Comments are closed.