নেপালের কাছে ৪-১ গোলে হারলো বাংলাদেশ

0

মো: শফিকুল আলম

ভারতের কল্যাণীতে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে উড়তে থাকা বাংলাদেশকে মাটিতে নামিয়ে আনলো নেপাল। প্রধম দুই ম্যাচে দাপুটে জয়ের পর তৃতীয় ম্যাচে ৪-১ গোলে হারলো বাংলাদেশ। প্রথম ম্যাচে ভুটানকে ৫-২ গোলে ও শ্রীলংকাকে ৭-১ গোলে হারিয়েছিল মিরাদ, আল-আমিনরা। কিন্তু সেই ছন্দ আর ধরে রাখতে পারেনি নেপালের বিপক্ষে।

এই ম্যাচের আগে টুর্নামেন্ট যতদূর গড়িয়েছে তাতে নেপালের চেয়ে বাংলাদেশকেই এগিয়ে রেখেছিলেন অনেকে। কারণ যে শ্রীলংকাকে বাংলাদেশ হারিয়েছে ৭-১ গোলে সেই শ্রীলংকার সাথে নেপাল জয় পেয়েছে ২-০ গোলের ব্যবধানে। আবার ভারতের কাছে ৫-০ গোলে হেরেছিল নেপাল।

এবারের আসরে গোল করায় আল-আমিনরা দক্ষতার পরিচয় দিলেও নেপালের বিপক্ষে তাদের খুজে পাওয়া যায়নি। নেপালের চার গোলের বিপরীতে মাত্র এক গোল দিতে পেরেছে বাংলাদেশ। ৭৯ মিনিটে গোল করেন আল-আমিন।

এই পরাজয়ের পর ফাইনালের সমীকরণ কঠিন হয়ে গেলো বাংলাদেশ দলের জন্য। কারণ আগামী বৃহস্পতিবার শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। স্বাগতিক ভারত তিন ম্যাচের সবক’টিতে জিতে এরই মধ্যে ফাইনালে খেলা নিশ্চিত করেছে। তবে পয়েন্ট টেবিলে এখনও দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ দল। নেপালের সমান ছয় পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।

Share.

Comments are closed.