নোয়াখালীর বেগমগঞ্জে মুক্তা নামের এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে এই ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের মা তার মেয়েকে হত্যার অভিযোগ এনে ননদ, শশুর , শাশুড়ী ও দেবরকে আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। এই বিষয়ে নিহতের পরিবারের লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহেদুল হক রনি।