নোয়াখালীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

0

নোয়াখালী বেগমগঞ্জ উপজেলায় গৃহবধূ ফাতেমা আক্তার পলিকে হত্যার দায়ে তার স্বামী মঈন উদ্দিনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা ও ৫ আসামিকে অব্যাহতি দেওয়া হয়।

রোববার দুপুরে জেলা বিশেষ জজ আদালতের বিচারক এ এন এম মোর্শেদ খান এ রায় ঘোষণা করেন। ২০০৫ সালে ৩১ আগস্ট নিখোঁজের দুদিন পর বেগমগঞ্জ অনন্তপুরের খাল থেকে পলির মরদেহ উদ্ধার করে পুলিশ।পরে নিহতের বাবা ইব্রাহিম মিয়া মেয়ের স্বামী স্বামী মঈনকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ করে বেগমগঞ্জ মডেল থানায় হত্যা মামলা করেন। অন্যান্য আসামিদের সাজা না হওয়ায় উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানিয়েছেন নিহতের ভাই জাহাঙ্গীর আলম।

Share.

Comments are closed.