পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় সোমবার আরও বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটির প্রধান ও পঞ্চগড় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর রায় জানিয়েছেন, ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী ওঠার কারণেই এই ঘটনা ঘটেছে।
নিখোঁজদের সন্ধানে সোমবার দ্বিতীয় দিনের মতো ফায়ার সার্ভিসের ডুবুরি দলের তিনটি ইউনিট করতোয়া নদীতে উদ্ধার কার্যক্রম চালায়। উদ্ধার করা হয় আরও সাত মরদেহ। এতে মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৩২, যার মধ্যে ১৬ জন নারী ও ১০ জন শিশু। সব মরদেহই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতদের সৎকারে মাথাপিছু ২০ হাজার টাকা করে দিয়েছে জেলা প্রশাসন।
এদিকে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দুর্ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান ও পঞ্চগড় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর রায় বলেন, অতিরিক্ত যাত্রী নেওয়াকেই প্রাথমিকভাবে নৌকাডুবির কারণ বলে হচ্ছে। তবে অন্য অনেক কারণও থাকতে পারে। মঙ্গলবার জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন জমা দেয়া হবে বলে জানান তিনি। রোববার দুপুরে মহালয়া উপলক্ষে বোদা, পাঁচপীর, মাড়েয়া, ব্যাঙহারি এসব এলাকার সনাতন ধর্মাবলম্বীরা নৌকায় করে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। মাঝ নদীতে পৌঁছার পর যাত্রীর নৌকাটি একপাশে উল্টে এ দুর্ঘটনা ঘটে।