পঞ্চগড় এভারেস্ট প্রি ক্যাডেট স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

0
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এভারেস্ট প্রি ক্যাডেট স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মোট চারটি ক্যাটাগরিতে নার্সারি থেকে ৬ষ্ঠ শ্রেণী পড়–য়া শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নেয়। শনিবার দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট। এ সময় প্রতিষ্ঠানটির শিক্ষক ও পরিচালকরা উপস্থিত ছিলেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা পরিবেশিত হয়।
Share.

Comments are closed.