টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের পঞ্চম ম্যাচে নামিবিয়াকে ৫ উইকেটে হারিয়ে সুপার টুয়েলভের পথে এক ধাপ এগিয়ে নেদারল্যান্ডস। গ্রুপ পর্বের তিন ম্যাচের মধ্যে টানা দুই জয় তুলে নিলো ইউরোপের দলটি।
অস্ট্রেলিয়ার জিলংয়ের কারদিনিয়া ওভাল পার্কে, নামিবিয়ার দেয়া ১২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯ ওভার ৩ বলে, ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ডাচরা। ৬ ওভারে বিনা উইকেটে পঞ্চাশ করার পর ১০০-তে পৌঁছায় ১৬তম ওভারে। উইকেট নেই দুটি। জয় তখন সময়ের ব্যাপার। কিন্তু নামিবিয়ার বোলারা ছেড়ে কথা বলেনি। ৭ বলে মাত্র ২ রান দিয়ে ৩ উইকেট তুলে নেয় তারা। তাদের বুক চিতিয়ে করা লড়াই শেষ পর্যন্ত সফল হয়নি। ৩ বল হাতে রেখে ডাচরা জিতে যায় ৫ উইকেটে।