ফরিদপুরের ভাঙ্গা রেলস্টেশন থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা-মাওয়ার প্রথম পরীক্ষামূলক ট্রেন চলাচল উদ্বোধন করেছেন রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন। দুপুর ১টা পাঁচ মিনিটে ভাঙ্গা রেল ষ্টেশন চত্বরে ভাঙ্গা থেকে মাওয়া হয়ে পদ্মা সেতুর ওপর দিয়ে রেল চলাচল উদ্বোধন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন চিফ হুইপ নুর ই আলম চৌধুরী লিটন, উপমন্ত্রী. কে এম এনামুল হক শামীম, সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন, ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান, পুলিশ সুপার মো. শাজাহান, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান। রেলমন্ত্রী সাতটি বগি নিয়ে পরীক্ষামূলকভাবে ভাঙ্গা থেকে ট্রেনে পদ্মা সেতু হয়ে মাওয়ার পথে যাত্রা করেন।