পরকীয়া প্রেমে বাধা দেয়ায় শ্বাশুড়িকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি শারমিন আক্তারকে গাজীপুরের গাছা থানা এলাকা থেকে গ্রেফতার করেছে রেব।
২০১৬ সালে লক্ষীপুরে পরকীয়া প্রেমে বাধা দেয়ায় শ্বাশুড়িকে শারমিন নৃশংসভাবে হত্যা করে প্রেমিকসহ আরও কয়েকজন। শ্বাশুরীকে হত্যার পর তারা সেখান থেকে বিভিন্ন মালামালও লুট করে নেয়। বুধবার দুপুর র ্যাব-৩ এর মিডিয়া সেন্টারে এসব তথ্য দেন পরিচালক আরিফ মহিউদ্দিন আহমেদ।