পর্যটকদের আকৃষ্ট করতে দেশের প্রতিটি এলাকায় পর্যটনকেন্দ্র গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। রোববার রাজধানীর একটি অভিজাত হোটেলে ৯ম এশিয়ান ট্যুরিজম ফেয়ার বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
এসময় তিনি আরও বলেন, পর্যটন মেলার মাধ্যমে পর্যটকদের আকৃষ্ট করতে দেশ-বিদেশে প্রচার চালাতে হবে। রাজধানীতে ৯ম এশিয়ান ট্যুরিজম ফেয়ার চলবে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এ মেলা চলবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। মেলায় বাংলাদেশসহ নেপাল, থাইল্যান্ড, ভারত, ভুটান, মালয়েশিয়া, শ্রীলংকা ও লিথুনিয়ার প্রায় ১৩০টি পর্যটন সংস্থা এতে অংশ নেবে।