পল্লী উন্নয়ন ও দারিদ্র বিমোচনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। রোববার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার ইন্সটিটিউটে পল্লী উন্নয়ন ফাউন্ডেশনের ৩৫তম বার্ষিক সাধারণ সভা ও সেমিনারে তিনিএসব কথা বলেন।
এসময় তিনি সমবায়কে যুগোপযোগী করতে হলে প্রতিষ্ঠানের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে বলেও মন্তব্য করেন। মন্ত্রী বলেন, প্রতিষ্ঠান প্রধানদের মাঝে স্বচ্ছতা সৃষ্টি করতে পারলেই সমবায় স্বমহিমায় বজায় থাকবে। সেমিনার শেষে ২০২০ ও ২০২১ সালে পল্লী উন্নয়ন ও সমবায় খাতে উল্লেখযোগ্য অবদানের জন্য সারাদেশ থেকে ২০ জনকে ড. আখতার হামিদ খান পল্লী ও সমবায় উন্নয়ন পদক প্রদান করা হয়।