পাঁচ দিনের রিমান্ড চেয়ে ময়মনসিংহ জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক আকন্দসহ ১৯ জামায়াত নেতাকে আদালতে পাঠিয়েছে পুলিশ। রোববার দুপুরে কোতোয়ালি মডেল থানা থেকে তাদের আদালতে পাঠানো হয়।
এর আগে শনিবার বিকালে গোপন বৈঠকের সময় নগরীর চরপাড়া সালতানাত রেস্টুরেন্ট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে রাতে বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ। তিনি বলেন, শনিবার সকালের দিকে জামায়াতের নেতাকর্মীরা নগরীতে মিছিল বের করে। মিছিলে পুলিশের সাথে বাগবিতন্ডা হয়। সেখান থেকে জামায়াতের নেতারা চরপাড়া এলাকার সালতানাত রেস্টুরেন্টে গিয়ে গোপন বৈঠক করছিলেন। পরে পুলিশ খবর পেয়ে তাদের গ্রেপ্তার করে।