পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ রেলওয়ে পাকশী বিভাগের পক্ষ থেকে বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার দুপুরে ঈশ্বরদী রেলওয়ে জংশন এলাকায় পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় ১৬ টি পাকা দোকান ঘর ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। এসময় একটি মঞ্চ নিলামে বিক্রি করা হয়। কিছু কিছু স্থাপনা ব্যবসায়ীরা নিজ উদ্যোগেই সরিয়ে নেন। পাকশী বিভাগীয় ভু- সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান জানান, বৈধ লিজ গ্রহীতাদের নিবন্ধন বাতিল করে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এখানে আধুনিক মানের গাড়ি পার্কিং এলাকাসহ বেশ কিছু আধুনিক স্থাপন নির্মান করা হবে বলেও জানান তিনি।