পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় পুলিশের টহল গাড়িকে লক্ষ্য করে আত্মঘাতী বিস্ফোরণ হয়েছে। এই হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে, আহত হয়েছে আরও ২৮ জন।
বুধবার দেশটির পুলিশ জানিয়েছে, পুলিশের টহলরত গাড়িকে লক্ষ্য করে হামলায় ৩০ জনের বেশি আহত হয়েছেন। যার মধ্যে ১৫ জন পুলিশ সদস্য রয়েছে। এ ছাড়া নিহতদের মধ্যে এক পুলিশ কর্মকর্তা, এক নারী ও একজন শিশু রয়েছে। দেশটিতে সম্প্রতি পুলিশকে লক্ষ্য করে হামলার ঘটনা অনেক বেড়েছে।