পাকিস্তান আদালত অযোগ্য ঘোষণা করলে পিটিআইয়ের হাল ধরবেন শাহ মাহমুদ কুরেশি

0

পাকিস্তান আদালত অযোগ্য ঘোষণা করলে পিটিআইয়ের হাল ধরবেন ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি। শনিবার সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান নিজেই এ কথা জানিয়েছেন।

লাহোরের জামান পার্কে নিজ বাড়িতে সাংবাদিক ও আইনজীবীদের সঙ্গে বৈঠকে পিটিআই চেয়ারম্যান বলেন, যদি অযোগ্য ঘোষাণা করা হয়, তাহলে শাহ মাহমুদ কুরেশি দল চালাবেন। গত বছরের এপ্রিলে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বেশ কয়েকটি মামলার মুখে পড়েছেন ইমরান। এর মধ্যে রয়েছে দুর্নীতি থেকে শুরু করে সন্ত্রাসবাদের মামলাও। আল–কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ৯ মে ইমরান খান গ্রেপ্তার হয়েছিলেন। ১৯ কোটি পাউন্ড নয়-ছয়ের অভিযোগে তাঁর বিরুদ্ধে এ মামলা হয়। তাঁর গ্রেপ্তারের জেরে দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। ইমরানের কর্মী–সমর্থকরা বিভিন্ন সামরিক ও সরকারি স্থাপনায় হামলাও চালান।

Share.

Comments are closed.