পাকিস্তান ভারতকে পরমাণু যুদ্ধের হুমকি দিয়েছে বলে ভারতীয় গণমাধ্যমে দাবি করা হয়েছে। ভারতীয় গণমাধ্যমের দাবি, পাকিস্তানের ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টির নেত্রী ও মন্ত্রী শাজিয়া মারি ভারতকে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছেন।
রোববার সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ‘আক্রোশের’ জন্য প্রতিবেশী দেশের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর কঠোর নিন্দা করার একদিন পরে ভারতকে পরমাণু যুদ্ধের হুমকি দিয়েছেন পাকিস্তানের ওই মন্ত্রী। এএনআই জানিয়েছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর সমর্থনে একটি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টির নেত্রী ও মন্ত্রী শাজিয়া মারি। সেখানে তিনি বলেন, ‘ভারতের ভুলে যাওয়া উচিত নয় যে, পাকিস্তানের কাছে পরমাণু বোমা রয়েছে। পাকিস্তানের পারমাণবিক ক্ষমতার অর্থ কেবলই নীরব থাকার জন্য নয়। প্রয়োজন দেখা দিলে পাকিস্তান পিছপা হবে না।’পাকিস্তানি সংবাদমাধ্যম বোল নিউজের উদ্ধৃতি দিয়ে ভারতীয় বার্তাসংস্থা এএনআই এই তথ্য জানিয়েছে। মূলত শাজিয়ার এই বক্তব্য এমন এক সামনে এলো যখন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো ভারতের প্রধানমন্ত্রী মোদি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ- আরএসএসকে সমালোচনার জন্য ভারত নিন্দা করেছে।