পার্বত্য চট্টগ্রামে চলছে মাস ব্যাপী কঠিন চিবর দানোৎসব

0

পার্বত্য চট্টগ্রামে চলছে বৌদ্ধ ধর্মবলম্বীদের মাস ব্যাপী কঠিন চিবর দানোৎসব। জুমের ফসল বিক্রি করে দূর্গম জনপদের ক্ষুদ্র নৃগোষ্টি সম্প্রদায়ের মানুষ মেতেছে কঠিন চিবর দান উৎসবে। প্রতি বছরের মতো এবারো দেশের সব চেয়ে বড় কঠিন চিবর দানোৎসবের আয়োজনটি হবে রাঙামাটির রাজবন বিহারে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

প্রবারণা পূর্ণিমা শেষ করে পার্বত্য চট্টগ্রামে শুরু হয়েছে বৌদ্ধ ধর্মবলম্বীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব ‘কঠিন চীবর দান’। এবার রাঙামাটি জেলায় ১৫০টির অধিক মন্দিরে কঠিন চীবরদানোৎসব অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন বয়সের বৌদ্ধধর্মাবলম্বী নারী পুরুষ অংশ নিচ্ছেন এতে। বৃহৎ এ উৎসবকে ঘিরে পাহাড়ি পল্লী গুলোতে বয়ে যাচ্ছে আনন্দের বন্যা। প্রতি বছরের মতো এবারো বাংলাদেশে সব চেয়ে বড় কঠিন চীবরদানোৎসবের আয়োজনটি হবে রাঙামাটির রাজবন বিহারে। আগামী ৩ ও ৪ নভেম্বর দুই দিন ব্যাপী এ উৎসবে দেশি বিদেশী কয়েক লাখ পূন্যার্থী অংশ নিবেন বলে জানান আয়োজকরা। উৎসবটিকে ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পাহাড়ের সকল জনগোষ্ঠির মাঝে শান্তি ও সম্প্রীতির বাণী ছড়িয়ে দেওয়াই এই উৎসবের মূল উদ্দেশ্য।

Share.

Comments are closed.