চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের শ্যামপুর এলাকা থেকে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলিসহ ৪ জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রেব-৫।
রবিবার গভীর রাতে শ্যামপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের একটি বাশ বাগানে আগ্নেয়াস্ত্র বেচাকেনার সময় তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন রেব-৫’এর অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, দীর্ঘদিন ধরে শিবগঞ্জে অবৈধ অস্ত্র বেচাকেনা করে আসছিলেন তারা। এ ঘটনায় শিবগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।