পুলিশের ধাওয়ায় মেঘনা নদীতে পড়ে যুবকের লাশ চারদিন পর উদ্ধার

0

ভোলার দৌলতখানে পুলিশের ধাওয়ায় মেঘনা নদীতে পড়ে ডুবে যাওয়া নিখোঁজ নোমান নামে যুবকের লাশ চারদিন পর উদ্ধার করেছে স্থানীয়রা।

রোববার সকালে পৌরসভার বটতলা মাছঘাট এলাকার মেঘনা নদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশের এসআই স্বরূপ কান্তি পাল ও এএসআই সোহেলকে ক্লোজ jকরা হয়েছে। সাময়িক বরখাস্ত করা হয়েছে কন্সটেবল রাসেল এবং কন্সটেবল সজিবকে। স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার নোমান সহ কয়েকজন মেঘনা নদীর পাড়ে তাস খেলছিল। এ সময় পুলিশ তাদের ধাওয়া দিলে দৌড়ে পালাতে গিয়ে নোমান নদীতে ঝাঁপ দেয়। এসময় মেঘনা নদীর তীব্র স্রোতে নোমান তলিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

Share.

Comments are closed.