পুলিশের নিষেধাজ্ঞায় রাজশাহীতে পদযাত্রা কর্মসূচি করতে পারেনি বিএনপি। বিএনপির পক্ষ থেকে পদযাত্রা কর্মসূচির অনুমতি চেয়ে আবেদন করা হলেও মহানগর পুলিশ অনুমতি দেয়নি।
মঙ্গলবার সকাল থেকে রাজশাহী নগরীর মালোপাড়ার বিএনপি কার্যালয়, সাহেব বাজার ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। বিএনপি কার্যালয় ও আশপাশের কয়েকটি সড়কে অবস্থান নেন পুলিশ সদস্যরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টার দিকে নগরীর মালোপাড়া থেকে রেলগেট পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিলো বিএনপি। এজন্য তারা পুলিশের কাছে অনুমতি চেয়ে আবেদন করলেও রাজশাহী সিটি নির্বাচনের কারণে অনুমতি দেয়নি পুলিশ। সোমবার রাতে মহানগর পুলিশের পক্ষ থেকে বিজ্ঞপ্তি পাঠিয়ে পদযাত্রা কর্মসূচিতে নিষেধাজ্ঞা দেয়া হয়।