টঙ্গীর এরশাদনগরে পূর্ব শত্রুতার জেরে আশিক নামে এক যুবককে ধারালো অস্ত্রের আঘাতে হত্যার অভিযোগ উঠেছে।
নিহতের স্বজনেরা জানান, স্থানীয় আশরাফুল তার ভাই আশিককে শনিবার রাতে মোবাইল ফোনে ডেকে নেন। এরপরে রাত সাড়ে দশটার দিকে তাকে হত্যা করে বলে অভিযোগ পাওয়া গেছে। জিএমপি’র টঙ্গী পূর্ব থানার এস আই কাওসার হোসেন জানান, অজ্ঞাতনামা সন্ত্রাসীরা নিহত আশিককে ধাওয়া করে টঙ্গী পূর্ব থানাধীন গাজীপুরা দক্ষিণ পাড়ায় নির্মাণাধীন নীলাচল নামের আট তলা ভবনের পঞ্চম তলায় নিয়ে হত্যা করে। হত্যার পর দ্রুত পালিয়ে যায় সন্ত্রাসীরা। এ ঘটনায় সন্দেহজনক পাঁচজনকে আটক করা হয়েছে।