পৃথিবীর কোন দেশে স্বাধীনতা বিরোধীদের রাজনীতি করার অধিকার থাকে না

0

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেছেন, পৃথিবীর কোন দেশে স্বাধীনতা বিরোধীদের রাজনীতি করার অধিকার থাকে না। বাংলাদেশেও এমন কারোর রাজনৈতিক অধিকার থাকা উচিত নয়। রবিবার সকালে রাজধানীতে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিতার্কিকরা সমাজের বিভিন্ন ক্ষেত্রের বৈষম্যের কথা উল্লেখ করে সর্বস্তরে বিজয়ের চেতনা বাস্তাবায়নের গুরুত্বের কথা তুলে ধরেন। এ সময় মুক্তিযুদ্ধের চেতনা এখনও পুরাপুরি বাস্তবায়নে হয়নি উল্লেখ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ধর্ম ব্যবসায়ীরা ধর্মের অপব্যাখ্যা দিয়ে দেশে সম্প্রদায়িকতা বিষবাষ্প ছড়ায়। যে কোন দেশের উন্নয়নে এই ধর্ম ব্যবসায়িরাই অন্যতম পপ্রতিবন্ধক হিসেবে কাজ করে। বর্তমান সমাজে সবাই নিজ অধিকার দাবি করলেও দায়িত্ব পালনে সবাই উদাসিন বলে এ সময় মন্তব্য করেন মন্ত্রী।

Share.

Comments are closed.