পেঁয়াজের দাম না কমলে বিদেশ থেকে আমদানি করা হবে

0

দেশের বাজারে পেঁয়াজের দাম না কমলে বিদেশ থেকে আমদানি করা হবে বলে জানিয়েছেন বানিজ্যমন্ত্রী টিপু মুনসী।

নির্ধারিত মূল্যে চিনিসহ অন্য নিত্যপণ্য বিক্রি নিশ্চিত করতে ভোক্তা অধিকার অভিযানে নামবে বলে জানান মন্ত্রী। মঙ্গলবাল বিকেলে জাতীয় প্রেসকাবে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সেমিনার শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। মন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশ বির্নিমানে সরকার কাজ শুরু করেছে। সবাইকে স্মার্ট প্রযু ক্তি ব্যবহারের সাথে স্মার্ট চিন্তা চেতনায় স্মার্ট হওয়ার আহ্বান জানান তিনি।

Share.

Comments are closed.