প্রগতিশীল আর প্রতিক্রিয়াশীল সব এক হয়ে গেছেঃ ওবায়দুল কাদের

0

করোনাভাইরাস মহামারি ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে যে সংকট তৈরি হয়েছে, বাংলাদেশ সেই সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের এক সভায় তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে গঠিত স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-কমিটির সভায় দলের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের বলেন, প্রয়োজনের চেয়ে এখন দেশে বেশি রিজার্ভ রয়েছে। মূল্যস্ফীতি কমেছে। এবারও কৃষিতে বাম্পার ফলন হয়েছে। সরকারের বিরুদ্ধে বিএনপির আন্দোলনে সম্প্রতি গঠিত জোট প্রসঙ্গে তিনি বলেন, সরকারবিরোধী আন্দোলনে বাম-ডান সব এক হয়ে গেছে। এখানে প্রগতি আর নেই। প্রগতিশীল আর প্রতিক্রিয়াশীল সব এক হয়ে গেছে। আওয়ামী লীগের সম্মেলন প্রসঙ্গে কথা বলতে গিয়ে সড়ক ও সেতুমন্ত্রী বলেন, সম্মেলন সাদামাটা হলেও নেতাকর্মী কমবে না। দেশের মানুষ কষ্ট আছে ভেবেই এবার সম্মেলনে সাজসজ্জা করা হয়নি।

Share.

Comments are closed.