প্রতিপক্ষের দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে বাগেরহাট সদর উপজেলার বাঁশবাড়িয়া এলাকার শামীম হাওলাদার নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে জনৈক ফিরোজ হাওলাদারের বাড়ীর সামনে পূর্ব শত্রুতার জেরে একদল দুর্বৃত্ত তাকে উপর্যূপুরি আঘাত করে পালিয়ে যায়। পরে স্হানীয়রা উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে আসেন তাকে। অবস্হা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পর রাত দেড়টার দিকে মারা যান শামীম। অভিযুক্ত আসামীদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে জেলা পুলিশ