প্রতিবছরের মতো জাবিতে উদ্বোধন হলো প্রজাপতি মেলা

0

উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি এই স্লোগানকে সামনে রেখে প্রতিবছরের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করা হলো প্রজাপতি মেলা।

শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে বেলুন উড়িয়ে প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে ১২তম এ মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ—উপাচার্য শেখ মহজুরুল হক। পরে সেখান থেকে একটি বণার্ঢ্য র ্যালি বের করা হয়। প্রজাপতি নিয়ে গবেষণায় প্রথম স্থান অধিকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দীপ্ত বিশ্বাসকে প্রদান করা হয় বাটার ফ্লাই এ্যাওয়ার্ড। রঙ-=বেরঙের প্রজাপতি ছুঁয়ে দেখতে প্রাণিপ্রেমিদের ভিড় জমে ওঠে সেখানে।

Share.

Comments are closed.