প্রত্যেক নাগরিকের অধিকার সমান: প্রধানমন্ত্রী

0
বাংলাদেশের প্রত্যেক নাগরিক সমান অধিকার ভোগ করবে বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার, প্রধানমন্ত্রীর কার্যালয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের বৃত্তিপ্রদান অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, ‘তাঁর সরকার অন্তর্ভূক্তিমূলক উন্নয়নে বিশ্বাস করে। যেখানে ধর্ম, বর্ণ ও শ্রেণি নির্বিশেষে সবাই সমৃদ্ধি অর্জনের সুযোগ পাবে।’ এ সময়, সমতল ভূমির বাসিন্দা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও শিক্ষার উন্নয়নে সম্ভাব্য সব রকমের সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।  এই দেশকে নিজের মনে করে সবাইকে নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখার আহ্বান জানান তিনি। নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে, যোগ্য নাগরিক ও দক্ষ পেশাদার হিসেবে গড়ে উঠতে বৃত্তিপ্রাপ্তদের নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করার পরামর্শ দেন শেখ হাসিনা। অনুষ্ঠানে পাঁচ’শ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেয়া হয়।
Share.

Comments are closed.