প্রথমবারের মতো মানবসভ্যতা-বিধ্বংসী পারমাণবিক যুদ্ধের ঝুঁকিতে পড়েছে বিশ্ব,বৃহস্পতিবার এমন মন্তব্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পারমাণবিক অস্ত্র ব্যবহার নিয়ে হুঁশিয়ারি আসার পরই এমন মন্তব্য করলেন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রস্থানের পথ খুঁজে বের করার চেষ্টার কথাও বলেন। নিউইয়র্কে ডেমোক্রেটিক পার্টির তহবিল সংগ্রহ অনুষ্ঠানে বাইডেন আরো বলেন, ‘আমরা কেনেডি এবং কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের পর এ ধরনের বিপর্যয়ের ঝুঁকিতে পড়িনি। এর আগে প্রেসিডেন্ট পুতিন সতর্ক করে বলেন যে তিনি রাশিয়ার মাটিকে রক্ষা করতে রাশিয়ার পারমাণবিক অস্ত্রাগারসহ প্রয়োজনীয় সমস্ত উপায় ব্যবহার করবেন। এতে ইউক্রেনের অধিকৃত ৪টি অঞ্চলকেও ধরা হয়।