প্রধানমন্ত্রীর ‘কমিউনিটি ক্লিনিক’ মডেল গৃহীত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন মন্ত্রিপরিষদের

0

জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবিত ‘কমিউনিটি ক্লিনিক’ মডেল গৃহীত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে মন্ত্রিপরিষদ। এসময় প্রধানমন্ত্রী বলেন, মানুষ বারবার ভোট দিয়ে নির্বাচিত করেছে বলেই দেশের মানুষের জন্য কাজ করা সম্ভব হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার পক্ষ থেকে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রধানমন্ত্রীর এমন মানবিক উদ্যোগের জন্য তাকে ধন্যবাদ জানাতে প্রস্তাব উত্থাপন করেন। কমিউনিটি ক্লিনিক বিশ্বজুড়ে স্বীকৃতি পাওয়ায় সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা সারাদেশের মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে। পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে ৭০টি দেশকে ধন্যবাদ জানাতে বলেন প্রধানমন্ত্রী। যারা প্রস্তাবটি কো-স্পন্সর করেছে এবং জাতিসংঘের সবকটি সদস্য দেশ সর্বসম্মতভাবে একে সমর্থন করেছে তাদেরকেও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। সরকারপ্রধান বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- সাধারণ মানুষ কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা নিতে আসছে। একে কেন্দ্র করে বিশাল কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এর আগে, মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবিত ‘কমিউনিটি ক্লিনিক’ মডেলের স্বীকৃতি দেয় জাতিসংঘ। এদিন সংস্থাটির সদর দফতরে বিশ্ব সম্প্রদায়ের সর্বসম্মতিতে স্বাস্থ্যসেবা সংক্রান্ত একটি রেজুলেশন গৃহীত হয়েছে।

Share.

Comments are closed.