জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারীরা আজ শিক্ষায় এগিয়ে যাচ্ছে। তাদের সুশিক্ষায় শিক্ষিত করতে বিনামূল্যে বই ও পড়া লেখার জন্য ট্রাষ্টফান্ড গঠনসহ নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে সরকার।
শনিবার শাহবাগ জাতীয় জাদুঘরে দেশের প্রথম নারী চিকিৎসক ডা. জোহরা বেগম কাজী স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় স্পিকার বলেন, দেশের অর্থনীতিতে নারী সমাজের অবদান অনস্বীকার্য। ডা. জোহরা বেগম কাজীর মতো নারীরা দেশ ও জাতির সেবায় অবদান রাখবেন বলে আশা প্রকাশ করে তিনি বলেন, গ্রাম অঞ্চলের নারীরাও দিনরাত পরিশ্রম করে নিজেদের অবস্থান তৈরি করছেন।